সর্বশেষ

বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক

Indonesian citizen gets lost bag back at dhaka airport

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া এক ইন্দোনেশিয়ান নাগরিকের ব্যাগ অবশেষে ১২ দিন পর ফেরত দেওয়া হয়েছে। ব্যাগটিতে ছিল ল্যাপটপ, ওষুধ, গেমিং ডিভাইসসহ নানা গুরুত্বপূর্ণ নথি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ৩০ আগস্ট ব্যাগটি পার্কিং এলাকা থেকে উদ্ধার করে নিরাপত্তা শাখায় জমা দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পলাশ সাহা ও তারেক জিয়া উদ্দিন ব্যাগটি স্ক্যানিং করে এর ভেতরের সামগ্রী নথিভুক্ত করেন। নথি পর্যালোচনায় মালিকের পরিচয় মেলে—অ্যাডে মোখাম্মদ নামের এক ইন্দোনেশিয়ান নাগরিক, যিনি জাহাজের কেবিন ক্রু হিসেবে কর্মরত।

সাধারণত বিমানবন্দরে হারানো ব্যাগেজ নির্দিষ্ট স্টোরে সংরক্ষণ করে রাখা হয়, যতক্ষণ না মালিক খুঁজে আসেন। তবে প্রায় ১১ দিনেও কেউ ওই ব্যাগের খোঁজ নিতে না আসায় সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে ব্যাগটিতে বিদেশি নাগরিকের ক্রু সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ নথি থাকায় মালিককে খুঁজে পাওয়া ছিল কঠিন কাজ।

এ অবস্থায় নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত এক বন্ধুর সহায়তায় ইন্দোনেশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মালিকের নাম দিয়ে খোঁজ শুরু করেন। সৌভাগ্যক্রমে তিনি মালিকের সন্ধান পান এবং মেসেঞ্জারে যোগাযোগ করে ব্যাগে থাকা নথির ছবি শেয়ার করেন। এতে আশ্বস্ত হয়ে ওই ইন্দোনেশিয়ান নাগরিক বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর মালিকের স্থানীয় প্রতিনিধি বিমানবন্দরের নিরাপত্তা শাখা থেকে ব্যাগটি বুঝে নেন। ব্যাগ ফেরত পেয়ে বিদেশি নাগরিক আবেগাপ্লুত হয়ে ভিডিও বার্তায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup