মহারাষ্ট্রের পুনেতে এক চাঞ্চল্যকর অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক গৃহবধূ। তিনি অভিযোগ করেছেন, সন্তান উৎপাদনে অক্ষম স্বামীর শ্বশুর তার ওপর যৌন সহিংসতার চেষ্টা চালিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, এই ন্যক্কারজনক ঘটনায় স্বামী ও শাশুড়িরও প্রত্যক্ষ সহযোগিতা ছিল। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অভিযুক্ত শ্বশুর প্রাক্তন অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার। গৃহবধূর এফআই পুলিশের কাছে দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, দম্পতির বিয়ে হয়েছিল পাঁচ মাস আগে। বিয়ের ১৫ দিন পর তারা হানিমুনে যান, যেখানে গৃহবধূ জানতে পারেন যে তার স্বামী নপুংসক এবং সন্তান উৎপাদনে অক্ষম।
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চিকিৎসকদের পরামর্শ নেওয়া বা সন্তান দত্তক নেওয়ার পরিবর্তে, অভিযুক্ত শ্বশুর যুবতীর ওপর চাপ সৃষ্টি করে তার সঙ্গে যৌন সম্পর্কের চেষ্টা চালান। যুবতী অভিযোগ করেছেন, একাধিকবার তার ঘরে অনধিকার প্রবেশ করে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও
জানা গেছে, স্বামী শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করলেও শ্বশুর নাতি দেখার অজুহাতে প্রথমে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন। অভিযোগে বলা হয়েছে, স্বামী ও শাশুড়ি এই কুকীর্তিতে সরাসরি অংশগ্রহণ বা সমর্থন করেছেন।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। স্থানীয় সূত্র মতে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সাক্ষ্য গ্রহণ ও প্রাথমিক অনুসন্ধান চলছে।









