সর্বশেষ

ওমান প্রবাসীর ৫ লাখ টাকা হাতিয়ে সাবান ধরিয়ে দিল প্রতারক চক্র

Fraudsters scam omani expatriate out of tk 5 lakh in exchange for soap

রংপুরে সৌদি রিয়ালের লোভ দেখিয়ে এক প্রবাসীর কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার ওই প্রবাসী হলেন কাউনিয়া উপজেলার জহিরুল ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে ওমানে প্রবাস জীবন কাটাচ্ছেন। এ ঘটনায় মূলহোতা নায়েক শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর রংপুর সুপার মার্কেট এলাকায় প্রথমে জহিরুল ইসলামের সঙ্গে পরিচয় হয় নায়েক শেখের। তখন তিনি ১০০ সৌদি রিয়াল ভাঙাতে সহায়তা চান এবং স্থানীয় মানি এক্সচেঞ্জ থেকে টাকা বদল করে দেন প্রবাসী জহিরুল। এরপর তাদের মধ্যে ফোন নম্বরও বিনিময় হয়।

পরদিন প্রতারক নায়েক শেখ ফোন করে জানায়, তার কাছে আরও ১০ লাখ সৌদি রিয়াল রয়েছে। সেগুলো ভাঙাতে পারলে জহিরুল লাভবান হবেন বলে প্রলোভন দেন তিনি। বাজারমূল্য হিসেবে ওই রিয়ালের দাম তিন কোটি টাকারও বেশি হবে বলে দাবি করেন নায়েক শেখ। তবে শর্ত দেন, আগে নগদ পাঁচ লাখ টাকা দিতে হবে।

জহিরুল ইসলাম বিভিন্ন সূত্র থেকে টাকা সংগ্রহ করে সেদিন সন্ধ্যায় শহরের শাপলা মোড়ে গিয়ে নায়েক শেখসহ আরও দুজনকে পাঁচ লাখ টাকা বুঝিয়ে দেন। এর বিনিময়ে গামছায় মোড়ানো একটি ব্যাগ হাতে পান তিনি। কিন্তু ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে রিয়ালের পরিবর্তে পত্রিকায় মোড়ানো একটি সাবান রাখা হয়েছে।

ঘটনার পর জহিরুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে নায়েক শেখকে গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup