সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর দিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৩ থেকে ১৮তম গ্রেডের ৬টি পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের তালিকা ও যোগ্যতা
১️) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর – ১ জন
স্নাতক ডিগ্রি, কম্পিউটার দক্ষতা, সাঁটলিপিতে বাংলা ৫০ ও ইংরেজি ৮০ শব্দ প্রতি মিনিটে, টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আরও
২️) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১০ জন
এইচএসসি পাশ, কম্পিউটার দক্ষতা, টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২৮ শব্দ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩️) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট – ৯ জন
বাণিজ্যে স্নাতক, কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪️) রেকর্ড কিপার – ২ জন
স্নাতক, কম্পিউটার চালনায় দক্ষ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫️) ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – ৪ জন
এইচএসসি পাশ, বিজ্ঞান বিভাগকে অগ্রাধিকার, অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬️) ক্যাশ সরকার – ১ জন
এসএসসি পাশ।
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে।
ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) আপলোড করতে হবে।
ফি জমা
গ্রেড ১৩–১৬ এর জন্য: ১১২ টাকা
গ্রেড ১৮ এর জন্য: ৫৬ টাকা
অনগ্রসর শ্রেণির সব প্রার্থীর জন্য: ৫৬ টাকা
ফি টেলিটকের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
আবেদনকাল
শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
শেষ: ৫ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা









