বিমান চলাচলের জন্য ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকর হওয়ার তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের লিটারপ্রতি দাম কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগের দাম ছিল ৯৯ টাকা ৬৬ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের লিটারপ্রতি মূল্যও শূন্য দশমিক ৬৫০২ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৬৩৩৩ ডলার করা হয়েছে।
এর আগে গত আগস্টে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে শূন্য দশমিক ৬৪০১ ডলার থেকে শূন্য দশমিক ৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।
আরও
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম নির্ধারণের একচেটিয়া ক্ষমতা এখন বিইআরসির হাতে। এর আগে এই দায়িত্ব পালন করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চলতি বছরের শুরু থেকে এই দায়িত্ব বিইআরসির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমান সংস্থাগুলো দীর্ঘদিন অভিযোগ করে আসছিল, বাংলাদেশে জেট ফুয়েলের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি এবং আন্তর্জাতিক মানে কম। ফলে দেশে বিমান ভাড়া তুলনামূলকভাবে বেশি নির্ধারণ করতে হয়। নতুন দাম কমানোর ফলে বিমানসংস্থাগুলো কিছুটা অর্থনৈতিক স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।









