ভুয়া কাগজপত্র জমা দিয়ে ভিসার আবেদনকারীদের কঠোরভাবে সতর্ক করেছে ঢাকার থাই দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নকল বা সন্দেহজনক কাগজপত্র ব্যবহার করলে আবেদন সরাসরি প্রত্যাখ্যান বা বাতিল করা হবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-ভিসার ক্ষেত্রে আবেদনকারীরা যেন ভুয়া কাগজপত্র জমা না দেন। আবেদন প্রক্রিয়ায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করলেই অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো সম্ভব।
আবেদনকারীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা সরাসরি www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে নিজস্বভাবে আবেদন করেন। এতে অসাধু দালাল বা এজেন্সির সরবরাহ করা ভুয়া নথি জমা দেওয়ার ঝুঁকি হ্রাস পাবে। একইসঙ্গে হোটেল বুকিং শুধুমাত্র স্বীকৃত প্ল্যাটফর্ম বা সরাসরি হোটেল কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও
এছাড়া ব্যাংক কর্মকর্তার সইযুক্ত মূল ব্যাংক নথি, বৈধ ট্রেড লাইসেন্স, আসল বিবাহ সনদ কিংবা ব্যবসায়িক স্পন্সরশিপ চিঠি জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে দূতাবাস। মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও সরাসরি থাই হাসপাতাল বা তাদের অনুমোদিত প্রতিনিধিদের মাধ্যমে বুকিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সব আবেদনকারীর জন্য ন্যায্যতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।









