সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে সংসার গড়তে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এক বাংলাদেশি তরুণী। তবে ঘর বাঁধার স্বপ্ন পূরণ হওয়ার আগেই হিলি সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়েন তিনি।
ধৃত তরুণীর নাম রেজিনা খাতুন। স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে হাউস কিপিংয়ের কাজে যান। সেখানেই পরিচয় হয় মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে। সম্পর্ক গড়ায় পরিণতি পেলে রেজিনা বাংলাদেশে ফিরে আসেন, আর যুবকটি নিজ জেলা মুর্শিদাবাদে ফেরেন। এরপর প্রেমিকের কাছে স্থায়ীভাবে থাকতে সীমান্ত পাড়ি দেন রেজিনা।
সোমবার বিএসএফ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন মঙ্গলবার আদালতে হাজির করলে বিচারক রেজিনাকে ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও
এ বিষয়ে ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী স্বীকার করেছেন এর আগেও তিনি প্রেমিকের সঙ্গে মুর্শিদাবাদে অবস্থান করেছিলেন। এবার স্থায়ীভাবে থাকতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে বালুরঘাট আদালতের সহকারী সরকারি আইনজীবী শিবাজি সিংহরায় বলেন, পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর মধ্যে তদন্তে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।









