সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর নিজ গ্রামে দাফন সম্পন্ন

Two expatriates killed in road accident in malaysia buried in their hometowns

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী শামীম ও তুহিনের মরদেহ তাদের নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামীম রেজা (২৩)। তারা দুজনেই মালয়েশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছিল গত রোববার (৩১ আগস্ট) মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায়। ওইদিন তুহিন ও শামীমসহ পাঁচজন শ্রমিক ওভারটাইম কাজ শেষে পিকআপে ফেরার পথে পাহাড়ি রাস্তায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পিকআপ নিয়ন্ত্রণ হারায়। তিনজন লাফ দিয়ে বাঁচলেও তুহিন ও শামীম সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ গোমস্তাপুরের নিজ নিজ গ্রামে পৌঁছায় এবং বেলা সাড়ে ১১টার দিকে দাফন সম্পন্ন হয়। নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি জানিয়েছেন।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি জানান, নিহত প্রবাসীদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল। সরকার তাদের পরিবারকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করবে এবং ভবিষ্যতে যে কোনো সহায়তার ক্ষেত্রেও উপজেলা প্রশাসন পাশে থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup