সর্বশেষ

বাসর ঘরেই স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

Newlywed cuts off husband's private parts in their home

গাইবান্ধার সাদুল্লাপুরে নববিবাহিত দম্পতির বাসর রাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামী নজরুল ইসলাম (২৫)-এর গোপনাঙ্গ কেটে দিয়েছেন নববধূ মোরশেদা আক্তার (২০)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয় শুক্রবার। পলাশবাড়ি উপজেলার রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন পাইকা গ্রামের ময়নুল শেখের ছেলে নজরুল ইসলাম। বিয়ের পর আনন্দ-উৎসবের মধ্যেই নববধূকে স্বামীর বাড়িতে তোলা হয়। সেদিন রাতেই বাসর ঘরে অবস্থানকালে মোরশেদা ধারালো ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গে আঘাত করেন।

আহতের আত্মচিৎকারে স্বজনরা ছুটে এসে গুরুতর রক্তাক্ত অবস্থায় নজরুলকে উদ্ধার করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে পুলিশ নববধূ মোরশেদাকে বিয়ে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ের রাতেই এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, স্বামীর গোপনাঙ্গ আংশিক কাটার ঘটনায় নববধূকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup