সর্বশেষ

কাতার এয়ারওয়েজের টিকিটে ছাড়

Discount on qatar airways tickets

ভ্রমণপিপাসুদের জন্য মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা রুটে রিটার্ন টিকিটে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ভাড়া শুধুমাত্র নির্ধারিত তারিখের মধ্যেই প্রযোজ্য হবে এবং তা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে টিকিট কেটে ফেলতে হবে চলতি বছরের ৭ সেপ্টেম্বরের মধ্যে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে কাতার এয়ারওয়েজ জানায়, আকাশপথের যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক করতে শরৎকালের সেরা অফার চালু করা হয়েছে। তবে এই টিকিট কেনা যাবে কেবল কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে।

ঘোষিত বিশেষ ভাড়ার মধ্যে রয়েছে— সৌদি আরবের জেদ্দার রিটার্ন টিকিট ৮০ হাজার টাকা, রিয়াদ ৭৭ হাজার, কাতারের দোহা ৯০ হাজার, যুক্তরাজ্যের লন্ডন ১ লাখ ২৩ হাজার, স্পেনের মাদ্রিদ ১ লাখ ৪৬ হাজার এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ১ লাখ ৩৭ হাজার টাকা।

তবে ছাড় সুবিধার সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন উৎসব ও ব্ল্যাকআউট সময়কালে এই অফারের টিকিট পাওয়া যাবে না। এছাড়া শিশু ও নবজাতকের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া প্রযোজ্য হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup