নরসিংদীর শিবপুরে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের পশ্চিম মুনসেফেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. হাসান মোল্লা (২৮)। তিনি ওই গ্রামের শফিজ উদ্দিন মোল্লার ছেলে এবং পেশায় ট্রাকচালক। স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর অনুমতি ছাড়া হাসান গোপনে দ্বিতীয় বিয়ে করায় তার স্ত্রী তানিয়া আক্তার (২৫) ক্ষিপ্ত হন।
মঙ্গলবার সকালে ডিউটি শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লে তানিয়া কৌশলে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে হাসানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও
এলাকাবাসী ঘটনার পরপরই অভিযুক্ত নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি শিবপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









