সর্বশেষ

দ. কো‌রিয়ার রাষ্ট্রপ‌তির কা‌ছে বাংলা‌দে‌শের রাষ্ট্রদূতের প‌রিচয়পত্র পেশ

Bangladesh ambassador presents credentials to south korean president

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে-মিয়ং-এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিউলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পরিচয়পত্র জমা দেন তিনি।

সিউলের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পরিচয়পত্র পেশের পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন। পাল্টা শুভেচ্ছা বার্তাও জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকটে কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি লি জে-মিয়ং রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার জন্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup