বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যকরী সদস্য আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।
দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন এবং বর্তমানে জেলা এনসিপির কার্যকরী কমিটিতে দায়িত্ব পালন করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রথমে রহিম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার স্ত্রী। তবে সাংবাদিকরা ওই নারীর পরিচয় শনাক্ত করার পর তিনি স্বীকার করেন, এটি তার স্ত্রী নন। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান। একাধিক সূত্র নিশ্চিত করেছে, ভিডিওতে থাকা নারী রহিমের স্ত্রী নন।
আরও
ঘটনা প্রকাশ্যে আসার পর জেলা এনসিপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ রহিমের কর্মকাণ্ডের নিন্দা জানালেও, অনেকেই ব্যক্তিগত বিষয় জনসম্মুখে আনার প্রবণতাকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, “এ ঘটনায় আমরা হতাশ। একদিকে ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস করা দুঃখজনক, অন্যদিকে একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের অসামাজিক আচরণও প্রত্যাশিত নয়।









