সর্বশেষ

বিমানবন্দরের টয়লেটে অতিরিক্ত ফি আদায়, অতঃপর…

Fined for charging extra fees at osmani airport toilets

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাবলিক টয়লেটে যাত্রীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে এক ইজারাদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ।

জানা গেছে, বিমানবন্দরের পাবলিক টয়লেটে নির্ধারিত ৫ টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা নেওয়া হচ্ছিল। এমনকি টয়লেটের দেয়ালে ১০ টাকা ফি উল্লেখ করে ব্যানারও ঝুলিয়ে রাখা হয়। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে এর সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারকে শাস্তি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আদালত তাৎক্ষণিকভাবে দেয়াল থেকে ভুল নোটিশ সরিয়ে ৫ টাকা ফি পুনর্লিখনের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে আবারও এমন অনিয়ম ধরা পড়লে ইজারা বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, যাত্রী সেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে উপস্থিত যাত্রী ও দর্শনার্থীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup