খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসে মা-মেয়েকে জুস খাইয়ে অচেতন করে অলংকার লুটের চেষ্টা করেছে এক অজ্ঞান পার্টির সদস্য। তবে পাশের যাত্রীর সতর্কতায় তাকে হাতেনাতে ধরা হয়। শনিবার (৩০ আগস্ট) ভোরে বিরামপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম ফুল মিয়া (৫৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগীরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনাই গ্রামের কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮)।
আরও
রেলওয়ে পুলিশের তথ্যমতে, বিরামপুর স্টেশন থেকে কৌশিলা ও তার মেয়ে ট্রেনে ওঠেন। তাদের পাশের আসনে বসেন ফুল মিয়া। আলাপের একপর্যায়ে তিনি জুস খাওয়ার প্রস্তাব দেন এবং মা-মেয়ে তা খাওয়ার পরপরই অচেতন হয়ে পড়েন। এরপর তিনি তাদের কানের দুল ও নাকের ফুল খোলার চেষ্টা করলে পাশের আসনের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি টের পান। তিনি দ্রুত ফুল মিয়াকে আটক করেন।
এ সময় অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করলে যাত্রীরা তাকে তার ব্যাগে থাকা জুস পান করতে বাধ্য করেন। কিছুক্ষণের মধ্যেই তিনিও অচেতন হয়ে পড়েন। পরে ট্রেনে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী মা-মেয়েসহ ফুল মিয়াকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী জানান, ভুক্তভোগী ও আসামির জ্ঞান পুরোপুরি ফেরেনি। এ ঘটনায় কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে মামলা করেছেন। জানা গেছে, ফুল মিয়ার নামে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।









