সর্বশেষ

নিজের ব্যাগে থাকা জুস খেয়ে জ্ঞান হারালেন অজ্ঞান পার্টির সদস্য

A member of the ajna party lost consciousness after drinking juice from his bag0

খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসে মা-মেয়েকে জুস খাইয়ে অচেতন করে অলংকার লুটের চেষ্টা করেছে এক অজ্ঞান পার্টির সদস্য। তবে পাশের যাত্রীর সতর্কতায় তাকে হাতেনাতে ধরা হয়। শনিবার (৩০ আগস্ট) ভোরে বিরামপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে।

A member of the ajna party lost consciousness after drinking juice from his bag

অভিযুক্তের নাম ফুল মিয়া (৫৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগীরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনাই গ্রামের কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮)।

রেলওয়ে পুলিশের তথ্যমতে, বিরামপুর স্টেশন থেকে কৌশিলা ও তার মেয়ে ট্রেনে ওঠেন। তাদের পাশের আসনে বসেন ফুল মিয়া। আলাপের একপর্যায়ে তিনি জুস খাওয়ার প্রস্তাব দেন এবং মা-মেয়ে তা খাওয়ার পরপরই অচেতন হয়ে পড়েন। এরপর তিনি তাদের কানের দুল ও নাকের ফুল খোলার চেষ্টা করলে পাশের আসনের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি টের পান। তিনি দ্রুত ফুল মিয়াকে আটক করেন।

এ সময় অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করলে যাত্রীরা তাকে তার ব্যাগে থাকা জুস পান করতে বাধ্য করেন। কিছুক্ষণের মধ্যেই তিনিও অচেতন হয়ে পড়েন। পরে ট্রেনে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী মা-মেয়েসহ ফুল মিয়াকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী জানান, ভুক্তভোগী ও আসামির জ্ঞান পুরোপুরি ফেরেনি। এ ঘটনায় কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে মামলা করেছেন। জানা গেছে, ফুল মিয়ার নামে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup