নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চিরিঙ্গা গ্রামের ২৫ বছর বয়সী যুবক তোফাজ্জল হোসেন রাকিব ২০২১ সালে প্রবাস জীবনের জন্য ওমানে গিয়েছিলেন। প্রবাসে থাকাকালীন তিনি পরিবারের দেখভাল করলেও সম্প্রতি তার স্ত্রী রেহানা আক্তার (২৩) স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ তুলেছেন রাকিব ও তার পরিবার।
রাকিবের পরিবারের অভিযোগ, রেহানা টিকটকে পরিচিত এক পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। তাদের দাবি, স্ত্রী চলে যাওয়ার সময় প্রায় ৫ লাখ টাকা নগদ ও স্বর্ণালংকার নিয়েছেন। এছাড়া সংসারের সময় রেহানা প্রায় ৩০–৩৫ লাখ টাকা অপচয় করেছেন বলে অভিযোগও তুলেছেন রাকিব।
অন্যদিকে, রেহানার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। শাশুড়ি দাবি করেন, বিয়ের পর থেকে রাকিব ও শ্বশুরবাড়ির লোকজন নানা কারণে রেহানাকে নির্যাতন করতেন। তাদের মতে, রেহানা চট্টগ্রামে তার ভাইয়ের বাসায় নিরাপদে আছেন এবং পালিয়ে যাওয়ার বিষয়টি মিথ্যা ও বানোয়াট।
আরও
রেহানা সাংবাদিকদের জানিয়েছেন, স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি নিরাপত্তার স্বার্থে ভাইয়ের বাসায় চলে গেছেন। তিনি অভিযোগ করেন, রাকিব তাকে একাধিকবার ফোনে তালাক দিয়েছেন, তাই আর কখনো স্বামীর বাড়িতে ফিরতে চান না।
এলাকাবাসী জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে শান্তিপূর্ণ সমাধান ও সন্তানদের স্বার্থে রেহানার বাড়িতে ফিরে আসার বিষয়টি আলোচনার বিষয়। তবে রেহানার পরিবার দৃঢ়ভাবে বলেছে, মেয়েকে আর শ্বশুরবাড়িতে পাঠানো হবে না। সকলের আশা, ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটবে না।








