সর্বশেষ

ইতালি ও ইউরোপের ভিসা এখন স্বপ্ন: বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ

Visas to italy and europe are now a dream bad news for bangladeshis

সাম্প্রতিক সময়ে ইউরোপ, বিশেষ করে ইতালি সহ একাধিক দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠেছে। ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার উদ্বেগজনকভাবে বাড়ায় প্রবাসী পরিবার ও শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে।

ভিসা প্রত্যাখ্যানের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে মেয়াদ শেষে দেশে না ফেরা, ভুয়া নথি ব্যবহার এবং ভিসার শর্ত লঙ্ঘনের প্রবণতা। অনেক আবেদনকারী ভ্রমণ ভিসায় গিয়ে কাজ করার চেষ্টা করেন বা নির্ধারিত সময়ে দেশে ফিরতে ব্যর্থ হন, যার প্রভাব পড়ছে পরবর্তী আবেদনকারীদের ওপর।

বিশেষ করে ইতালি ও অন্যান্য ইউরোপীয় দেশে এই সমস্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে। দক্ষ শ্রমিক এবং শিক্ষার্থীরাও ভিসা প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। শ্রমভিত্তিক ভিসার ক্ষেত্রে ভুয়া সার্টিফিকেট এবং অসঙ্গত নথিপত্র বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ভারতের ভ্রমণ ভিসা এখন পুরোপুরি বন্ধ, অন্য ভিসা ক্যাটাগরিতেও অনুমোদনের হার কম। এর ফলে সীমান্তবর্তী দেশ ভ্রমণও আগের মতো সহজ নয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট কাটাতে সরকারের কূটনৈতিক উদ্যোগ জরুরি। একই সঙ্গে আবেদনকারীদেরও সচেতন হওয়া প্রয়োজন—সঠিক নথি জমা দেওয়া, ভিসার শর্ত মানা এবং নির্ধারিত সময়ে দেশে ফেরার অভ্যাস গড়ে তোলা অপরিহার্য।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup