সর্বশেষ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচা রিমান্ডে

Expatriate with wife and children dies, uncle remanded

ঢাকায় স্ত্রী ও সন্তানসহ প্রবাসী মনিরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম নামে এক আত্মীয়কে দুদিনের রিমান্ডে নিয়েছেন তদন্তকারী সংস্থা। সোমবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

সেদিন রফিকুলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মো. জালাল উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১ জুলাই মনির পরিবারসহ মারা যাওয়ার পর রফিকুলকে গ্রেপ্তার করা হয় এবং দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। মামলার এজাহারে জানা যায়, সৌদি প্রবাসী মনির বিদেশে থাকাকালে ঢাকাসহ গ্রামের জায়গাজমি দেখাশোনা করতেন তার চাচাতো চাচা রফিকুল। গত ২৮ জুন অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য স্ত্রীসহ ঢাকায় আসেন মনির এবং রফিকুল তাদের সঙ্গে থাকেন।

তারা প্রথমে হাসপাতালে যান, কিন্তু ডাক্তার না পাওয়ায় মগবাজারের একটি হোটেলে ওঠেন। সন্ধ্যায় কাছের একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে রাতে হোটেলে ফেরেন। খাবার গ্রহণের পরপরই মনির, তার স্ত্রী ও সন্তান অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে তাদের তিনজনকেই মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহত মনিরের ভাই রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup