সর্বশেষ

বিমান ভাড়া নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা

Air

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছে না বিমান ভাড়া বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেট। মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে কিছু বিদেশি এয়ারলাইন্সের জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) ও ট্রাভেল এজেন্সি যাত্রীদের জিম্মি করে টিকিটের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে চলেছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ জারি হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে শ্রমিক ও ওমরাহ যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যগামী অন্তত ১১টি এয়ারলাইন্সের জিএসএ এবং ৩০ থেকে ৩৫টি ট্রাভেল এজেন্সি মিলে একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা গ্রুপ টিকিটের নামে বিপুলসংখ্যক সিট আগেভাগে ব্লক করে রাখে, ফলে কৃত্রিম সঙ্কট সৃষ্টি হয়। এতে টিকিটের স্বাভাবিক দাম কয়েক গুণ বেড়ে যায় এবং পরে সেই টিকিটই অতিরিক্ত দামে বাজারে ছাড়ে। যাত্রীদের অভিযোগ, রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও কুয়েত রুটে একসময় ৩০ থেকে ৪০ হাজার টাকায় টিকিট পাওয়া গেলেও বর্তমানে তা লাখ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।

সরকার গত ফেব্রুয়ারিতে নির্দেশনা দিয়েছিল যাত্রীর নাম ও পাসপোর্ট কপি ছাড়া কোনো টিকিট বুকিং করা যাবে না। তবে চক্রটি নিয়ম অমান্য করে নামবিহীন টিকিট ব্লক করছে, যার ফলে বাজারে ফের সংকট তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতেও সব ট্রাভেল এজেন্সিকে টিকিটে বিক্রয়মূল্য, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর স্পষ্টভাবে উল্লেখের নির্দেশ দেওয়া হলেও তা মানা হচ্ছে না।

এদিকে মন্ত্রণালয়ের তদন্তে কয়েকটি এয়ারলাইন্সের জিএসএ ও ৩০টির বেশি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রমাণ মিললেও শুধু শোকজে সীমাবদ্ধ থেকে গেছে ব্যবস্থা। আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ জানিয়েছেন, অসাধু চক্র যাত্রীদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি অভিযোগ করেন, টাস্কফোর্স তদন্তে সত্যতা প্রমাণিত হলেও বাস্তবসম্মত কোনো পদক্ষেপ দেখা যায়নি।

পর্যবেক্ষকদের মতে, সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নিলে টিকিটের বাজার নিয়ন্ত্রণে আসবে না। এতে বিদেশগামী শ্রমিক ও ধর্মপ্রাণ যাত্রীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup