সর্বশেষ

সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগে প্রবাসী আটক

American expatriate arrested for fraud in the name of government job

পটুয়াখালীর গলাচিপায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নেছার আহ্মেদ (৪৮) নামের এক প্রতারককে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পৌরসভার হাইস্কুল রোডে হোটেল আল মামুনের ৩০৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক নেছারের বাড়ি বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি। এক বছর আগে দেশে ফিরে বরিশাল রুপাতলী এলাকায় বসবাস করছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীর খালা মাহমুদা বেগম (৪৫) বাদী হয়ে গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, নেছার আহ্মেদ গৃহবধূ সাথী আক্তারকে (২৩) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে এক লাখ টাকা নেয় এবং পরে আরও দুই লাখ টাকা দাবি করে। এরপর বাকি চার লাখ টাকা চাইলে বাদী টাকা ফেরত চাইলে নেছার বেগম রাজি হয়নি। তিনি হুমকি ও গালিগালাজ করে যোগাযোগ বন্ধ করে দেন।

গত ২০ আগস্ট নেছার আবারও যোগাযোগ করলে ভুক্তভোগী টাকা নিতে এসে সেনাবাহিনীকে খবর দেয়। পরের দিন ২১ আগস্ট হোটেল আল মামুনে গিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাহমুদা বেগম জানান, তারা সরল বিশ্বাসে নেছারের কথা বিশ্বাস করে টাকা দিয়েছেন, পরে বুঝতে পারেন তিনি প্রতারক।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, সরকারি চাকরির নামে প্রতারণার ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup