সর্বশেষ

নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন আলোচিত সেই সারওয়ার আলম

The much discussed sarwar alam has been appointed as the new dc.

সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারওয়ার আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে তাঁকে অবিলম্বে এই পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনকালে সৎ ও সাহসী পদক্ষেপের জন্য আলোচনায় আসেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজালবিরোধী অভিযান ও দুর্নীতি দমনে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কিশোরগঞ্জের সন্তান সারওয়ার আলম ১৯৮৩ সালে ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৫ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হয়ে ২০০৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি।

ব্যক্তিজীবনে মো. সারওয়ার আলম ২০০৯ সালে চট্টগ্রামের সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার কন্যা রয়েছে— মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা।

নতুন জেলা প্রশাসক হিসেবে সিলেটে যোগদানের মধ্য দিয়ে সারওয়ার আলমের প্রতি স্থানীয় জনগণ ও প্রশাসনিক মহলে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দায়িত্বশীল কর্মকাণ্ড ও জনবান্ধব মনোভাব নিয়ে তিনি সিলেটের উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup