সর্বশেষ

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

Defamation case filed against sarjis for tk 10 crore

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি এ মামলায় ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদনটি দাখিল করা হয়।

আবেদনে তানভীর সিরাজ উল্লেখ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু সারজিস আলম ঘটনার সত্যতা যাচাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে।

তিনি আরও জানান, ইতোমধ্যেই জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন এবং সেখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন। দলের নির্দেশনা অনুযায়ী তিনি বাদী হয়ে মামলার আবেদন করেছেন এবং ন্যায়বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup