সর্বশেষ

ওমান প্রবাসী পরিবারের ৭ জনের মৃত্যু: চালকের বিরুদ্ধে মামলা

7 members of omani expatriate family dicase filed against driver

নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসচালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করে নিহতদের স্বজন ও ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় মামলাটি করা হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তের জন্য চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানেই সম্পন্ন হবে।

দুর্ঘটনায় অভিযুক্ত চালক এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামের মৃত ফয়েজ আহমেদের ছেলে। গত বুধবার (৬ আগস্ট) ভোরে ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে তার স্বজনরা মাইক্রোবাসে বাড়ি ফেরার পথে চন্দ্রগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)। দুর্ঘটনা থেকে জীবিত ফিরে আসেন বাহার উদ্দিন, তার বাবা আবদুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন।

বেঁচে ফেরা স্বজনদের দাবি, চালকের ঘুমের কারণেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এবং একই পরিবারের সাতজন সদস্য নিহত হন। নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup