সর্বশেষ

বিমানবন্দরে সোনা, আইফোনসহ বিমানের কেবিন ক্রু রুদাবা আটক

Cabin crew member rudaba arrested with gold, iphone at airport

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সিনিয়র কেবিন ক্রু রুদাবা সুলতানাকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (৪ আগস্ট) বিকেলে রিয়াদ থেকে আগত বিজি-৩৪০ ফ্লাইটে করে দেশে ফেরার পর তার গতিবিধিতে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে ২৩০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের ভাষ্যমতে, রুদাবা সুলতানা ব্যাগ তল্লাশির সময় বডি স্ক্যানিং এড়াতে গড়িমসি করেন এবং একপর্যায়ে অন্তর্বাসে লুকানো অবস্থায় সোনার বার ছুড়ে ফেলে তা পা দিয়ে আড়াল করার চেষ্টা করেন। তবে কাস্টমস কর্মকর্তারা তা সনাক্ত করে জব্দ করেন। পরে দেহ তল্লাশির সময় তার কাছ থেকে একটি নতুন আইফোনও উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এস এম শরাফাত হোসেন জানান, রুদাবা শুরুতে অবৈধ কোনো পণ্য বহনের অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় পরবর্তীতে দেহ তল্লাশি করলে সোনার বার ও মোবাইল ফোন পাওয়া যায়। তার বিরুদ্ধে বিমানবন্দর আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুদাবা কাস্টমস কর্মকর্তাদের উল্টো চ্যালেঞ্জ করে নিজেকে বিমানের কেবিন ক্রু ইউনিয়নের সভাপতির বোন হিসেবে পরিচয় দেন এবং প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

বিমানের ফ্লাইট পার্সার বিভাগ সূত্রে জানা গেছে, রুদাবা সুলতানা দীর্ঘদিন ধরে ভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালন করতেন এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন সময় বিমানবন্দরে অনৈতিক সুবিধা নিতেন। তার ভাই বিমানের কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি হওয়ায় তিনি প্রতিষ্ঠানটির একটি প্রভাবশালী চক্রের অংশ বলেও অভিযোগ উঠেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup