সর্বশেষ

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

Former army chief harun ur rashid's body recovered

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ক্লাবের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Guest 20250804150534

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, রোববার রাতে তিনি একটি বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়ে ক্লাবের ৩০৮ নম্বর রুমে রাত যাপন করেন। পরদিন সকালে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং থাকলেও নির্ধারিত সময়ে সাড়া না দিলে তাকে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। সাড়া না পেয়ে দরজায় কড়া নাড়লেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

পরে সন্দেহজনক পরিস্থিতিতে বারান্দার কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয় এবং তাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তিনি আর জীবিত ছিলেন না।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ঘটনাস্থলে সেনাবাহিনী, সিআইডি ও ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত আছেন।

পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup