কুমিল্লার বুড়িচং উপজেলার একটি মসজিদে এশার নামাজ আদায়ের সময় সায়মন নামে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে। আহত সায়মন স্থানীয় শংকুচাইল বাজারের একজন মোবাইল ফোন ব্যবসায়ী। তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সুমন ওই গ্রামেরই বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে মাদক সেবনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে সায়মনের দোকান থেকে একটি মোবাইল ফোন মেরামত করান সুমন। কিন্তু টাকা না দিয়েই ফোনটি নিয়ে যেতে চাইলে সায়মন টাকা পরিশোধের কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
আহতের ভাই সজীব জানান, হুমকির কয়েকদিন পরই এই হামলা ঘটে। ঘটনার দিন রাতের নামাজের সময়, পেছন থেকে সুমন তার ভাইয়ের ওপর ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ বলেন, এশার নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার সময়ই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আরও
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।









