সর্বশেষ

হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসী নিহত

Expatriate killed in collision between two motorcycles in hathazari

হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো.নাসির উদ্দিন (৫৮) নামের এক প্রবাসী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আরো ৩ ব্যক্তি গুরুতর আহত হয়েছে।বুধবার (৩০ জুলাই) বিকাল ৩টার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দিঘি পাড় এলাকার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

Aec3f08b a92e 4928 8735 351773970515

নিহত নাছির উদ্দীন হাটহাজারী থানাধীন আমানবাজারস্থ জয়নব ক্লাবের পশ্চিমের আকবর সারাং বাড়ির মৃত আবদুল করিমের পুত্র। এ দুর্ঘটনায় গুরুতর আহত অপর তিনজনের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার উল্লেখিত স্থানে একটি মোটরসাইকেল (চট্টমেট্টো ল ২০-৩২৩৫) যোগে দুই ব্যক্তি হাটহাজারীর দিকে যাওয়ার সময় তাদের পেছনে আসা বেপরোয়া গতির আরেকটি মোটরসাইকেল (চট্টমেট্টো হ ২০-৭০৯২) নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে সজোরো ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শারমিন শামসুদ্দিন পরীক্ষা নিরীক্ষা করে নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অপর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

32186af6 4cbe 41cb 8619 4b443ed2c22a

নিহতের নিকট আত্নীয় নুরছাপা জানান, নিহত নাছির সম্পর্কে আমার ভাগনি জামাই হন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। এক সন্তানের জনক নাছির গত কুরবানীর ঈদ করতে দুবাইয়ের রাস আল খাইমা নামক শহরের নিজ কর্মস্থল থেকে ছুটিতে দেশে আসছিলেন। আগামী ২ অগাস্ট শনিবার তিনি পুনরায় নিজ কর্মস্থল দুবাই ফিরে যাবার কথা ছিলো। তাই তিনি আত্নীয় স্বজনদের সাথে দেখা করতে আজ বাসা থেকে বের হয়েছিলেন।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ বুধবার বিকাল ৫ টার দিকে প্রবাস টাইমকে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup