সর্বশেষ

বিমান বিধ্বস্তে শিশুদের নিয়ে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ ইউনিসেফের

Unicef urges responsible reporting of children in plane crash

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া শিশুদের পরিচয় ও গোপনীয়তা রক্ষায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের মানসিক চাপ যেন আরও না বাড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পরিবার ও সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করাও জরুরি।

বিবৃতিতে ইউনিসেফ গভীর শোক প্রকাশ করে জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশু প্রাণ হারিয়েছে এবং অনেকে আহত হয়ে চিকিৎসাধীন। জাতির এই শোকের দিনে ইউনিসেফ জাতিসংঘের পতাকা অর্ধনমিত রেখে নিহতদের স্মরণ করছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে ইউনিসেফ উল্লেখ করে। এ অবস্থায় তারা সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষিত সমাজকর্মীদের মাঠে নামিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবার মানসিক সহায়তা পেতে পারে।

সংস্থাটি আরও একবার আহ্বান জানায়, সংবাদমাধ্যম যেন বেঁচে যাওয়া শিশুদের পরিচয় প্রকাশ না করে এবং তাদের ব্যক্তিগত মর্যাদা অক্ষুণ্ণ রাখে। এতে করে দুর্ঘটনার পরবর্তী মানসিক প্রভাব থেকে শিশুদের রক্ষা করা সম্ভব হবে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ২৭ জন নিহত হন এবং আহত হন অন্তত ১৭০ জন। নিহতদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup