সর্বশেষ

মায়ের ইচ্ছে পূরণে প্রবাসীর হেলিকপ্টারে বিয়ে

Expatriate gets married in helicopter to fulfill mother's wish

কিশোরগঞ্জে এক ব্যতিক্রমী বরযাত্রার আয়োজন করে এলাকায় চমক সৃষ্টি করেছেন মাহমুদ হাসান সানজিদ নামে এক যুবক। মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে তিনি প্রবাসীর হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে যান। মাত্র ৫ কিলোমিটার দূরত্ব হলেও মায়ের ইচ্ছাকে সম্মান জানাতেই এই ব্যয়বহুল আয়োজন করেন তিনি। শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর সানজিদের বিয়ে হয় গাইটাল এলাকার লামিয়া সুলতানা তোরার সঙ্গে।

স্থানীয় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে হঠাৎ প্রবাসীর হেলিকপ্টার অবতরণ করলে আশপাশের মানুষ ভিড় করেন। কিছুক্ষণের মধ্যেই বর ও তার আত্মীয়-স্বজন গাড়িতে করে এসে প্রবাসীর হেলিকপ্টারে ওঠেন। সেখান থেকে তারা সরাসরি গাইটাল এলাকার সিটি কনভেনশন হলের ছাদে পৌঁছান, যেখানে কনের বাড়ি অবস্থিত।

বর সানজিদ বলেন, “বাবা বেঁচে নেই, কিন্তু মা সবসময় চেয়েছেন আমি যেন হেলিকপ্টারে করে বিয়ে করি। আমি চেয়েছি তাঁর স্বপ্নপূরণ করতে, তাই এই আয়োজন করেছি। এতে আনন্দ অনেক গুণ বেড়ে গেছে।” কনে লামিয়াও অনুভূতি প্রকাশ করে বলেন, “আমার বর হেলিকপ্টারে করে এসেছে— এটা জীবনের এক অসাধারণ মুহূর্ত।”

হেলিকপ্টারটি ভাড়া করা হয় একটি বেসরকারি কোম্পানি ( প্রবাসীর হেলিকপ্টার ) থেকে। প্রায় তিন ঘণ্টার জন্য ভাড়া বাবদ খরচ হয় দেড় লাখ টাকার মতো। যাত্রা ছিল স্বল্প সময়ের, কিন্তু স্মৃতিটা স্থায়ী হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত সবাই।

এই ব্যতিক্রমী আয়োজন এখন পুরো কিশোরগঞ্জ শহরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন, সন্তানের এমন ভালোবাসা ও শ্রদ্ধায় মা রেহেনা আক্তারের চোখে আনন্দের অশ্রু এনে দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup