সর্বশেষ

বাংলাদেশে আসন্ন নির্বাচনকে স্বাগত জানাল ভারত

Indr

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে স্বাগত জানিয়েছে ভারত। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখে। আমরা চাই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।” এটিই প্রথমবার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানাল।

প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের নজরদারির বিষয়টি উল্লেখ করে জয়সোয়াল বলেন, “গোপালগঞ্জে সম্প্রতি যা ঘটেছে, তা আমরা পর্যবেক্ষণ করছি।”

ভিসা সহজীকরণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, প্রয়োজন ভিত্তিক ভিসা দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে শিক্ষার্থী ও জরুরি চিকিৎসা ভিসা। তবে মোট কত ভিসা দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা জানাননি।

রণধীর জয়সোয়াল আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক গঠনমূলক এবং ইতিবাচক। এই সম্পর্ক আরও মজবুত করতে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সম্প্রতি ঢাকা সফর করেছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকও হয়েছে।”

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক ধারা বজায় রাখার প্রতি ভারতের আগ্রহও এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup