বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা প্রদান বন্ধ হয়নি বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত কায়রোর দূতাবাস। মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মিসর বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। তবে দূতাবাস এ তথ্যকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
দূতাবাস জানায়, বাংলাদেশিদের জন্য মিসরের ভিসা প্রদানে এখন পর্যন্ত কোনো ধরনের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ আরোপ করা হয়নি। ফলে ভিসা প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।
আরও
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সাধারণ মানুষের মধ্যে অযথা উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করে, দূতাবাস সবাইকে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের পরামর্শ দিয়েছে।
ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য সরাসরি মিসরের দূতাবাসের কনস্যুলার বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর: +02 2222 93 999 এবং
ই-মেইল: visa.consular.egyembdha@gmail.com










