সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা, গ্রামবাসীর হাতে আটক

Man arrested for trying to rape expatriate's wife's house

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে এক কাতার প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে মো. সাদ্দাম (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ইন্দ্রনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় নিশ্চিত করেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

আটক সাদ্দাম ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু বক্কার সেখের ছেলে। ভুক্তভোগী নারী জানান, গত ১৫ দিন ধরে সাদ্দাম মোবাইলের ইমো অ্যাপে তাকে বিভিন্ন অশ্লীল ছবি পাঠিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি রাজি না হলে, এডিট করা ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে তার কাছ থেকে বিকাশে ২ হাজার ৩০০ টাকা আদায় করেন।

ভুক্তভোগী আরও জানান, ঘটনার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তিনি। ফিরে এসে ঘরে প্রবেশ করতেই সাদ্দাম খাটের নিচ থেকে বের হয়ে ধারালো অস্ত্র গলায় ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ছুরিকাঘাত লাগে এবং রক্তাক্ত হন তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সাদ্দামকে ধরে ফেলে।

স্থানীয়দের সহায়তায় তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে থানায় মামলা করেন। তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা শেষে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup