সর্বশেষ

অচল এয়ারপোর্ট রোড

Airport road is closed.

রাজধানীর গুরুত্বপূর্ণ মহাখালী রুটে সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধে ইনকামিং ও আউটগোয়িং যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ। রবিবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান ট্রাফিক বিভাগের সার্জেন্ট আনিসুর রহমান।

তিনি জানান, বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগরের বাইরে থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাচালকরা। তারা রাজধানীতে চলাচলের অনুমতি দাবিতে মূল সড়কে বিক্ষোভ করছেন। এর ফলে উত্তরা থেকে মহাখালীগামী এবং বিপরীতমুখী রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছেন ট্রাফিক সার্জেন্ট। ইনকামিং যানবাহনের ক্ষেত্রে কাকলী হয়ে গুলশান-২ থেকে গুলশান-১, সেখান থেকে আমতলী বা পুলিশ প্লাজার দিক দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে আউটগোয়িং রুটেও এসব বিকল্প সড়ক ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্জেন্ট আনিসুর রহমান আরও জানান, উত্তরা থেকে তেজগাঁও ও হাতিরঝিলগামী যানবাহনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত রয়েছে। ফলে যানজট এড়াতে এক্সপ্রেসওয়ে ব্যবহার করাই হবে সবচেয়ে কার্যকর উপায়।

রাজধানীর অন্যতম ব্যস্ত রুটে এই আন্দোলনের কারণে যাত্রীসাধারণ ও পরিবহন খাতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেই আশা করছেন নগরবাসী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup