মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ফেরত আসা ৩৫ বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা হয়েছে। সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১১ আগস্ট দিন নির্ধারণ করেন।
এই মামলার বাদী পুলিশ সদর দপ্তরের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ইনটেলিজেন্স শাখার পরিদর্শক মো. আব্দুল বাতেন। তিনি গত ৫ জুলাই থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা সবাই মালয়েশিয়ায় অবস্থানকালে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সে দেশে আটক হয়েছিলেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ, পারভেজ মাহমুদ পাবেল, শরীফ উদ্দিন, সালেহ আহমেদ, মো. আব্দুস সহিদ মিয়া, ফয়সাল আলম, মো. রাজ, ইমন মহিদুজ্জামানসহ আরও অনেকে। পুলিশ জানিয়েছে, তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিলেন।
আরও
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এস এম বখতিয়ার খালেদ জানান, ৭ জুলাই মামলাটি আদালতে উপস্থাপন করা হয় এবং আদালত তা আমলে নিয়ে তদন্তের জন্য সময় দেন। একই সঙ্গে মামলার প্রকৃত তথ্য-উপাত্ত যাচাইয়ের নির্দেশও দেন বিচারক।
এর আগে, গত ৪ জুলাই মালয়েশিয়া থেকে ফেরত আসা তিনজনকে — নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও জাহেদ আহমেদ — গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত এখন এন্টি টেররিজম ইউনিটের তত্ত্বাবধানে চলছে।









