সর্বশেষ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রবাসী প্রেমিক পলাতক

Girlfriend goes on hunger strike demanding marriage, boyfriend absconds

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইটাচকি গ্রামে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন চলছে। দীর্ঘ প্রায় ১৪ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করায় সোমবার (২৩ জুন) বিকেল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন হাফসা আক্তার (৩০) নামের এক নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাফসা আক্তার নেত্রকোনার কেন্দুয়ার বহুলী গ্রামের বাসিন্দা। তার প্রেমিক আলিম উদ্দিন (৩৫) একই উপজেলার ইটাচকি গ্রামের বাসিন্দা। হাফসার দাবি, দীর্ঘ প্রেমের সম্পর্কের মাঝে কিছু বছর আলিম বিদেশে থাকলেও নিয়মিত যোগাযোগ ছিল ফেসবুক ও মোবাইলে। ঈদের আগে দেশে ফিরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে গা-ঢাকা দিয়েছেন তিনি।

এ বিষয়ে হাফসা বলেন, “১৪ বছর ধরে তার অপেক্ষায় আছি। এখন বয়সও বেড়েছে। ঈদের আগে দেশে ফিরে বিয়ে না করে বরং যোগাযোগ বন্ধ করেছে। দেখা না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব, না হলে আত্মহত্যা করব।” এ সময় তার মোবাইলে প্রেমিকের পাঠানো একাধিক বার্তা ও চ্যাটের প্রমাণও দেখান তিনি।

প্রেমিক আলিম উদ্দিন বর্তমানে পলাতক। বাড়ির লোকজনও জানেন না তার অবস্থান। এ বিষয়ে তার বড় ভাই ইসলাম উদ্দিন বলেন, “দীর্ঘ সম্পর্কের কথা আগে জানা ছিল না। আমাদের পরিবারের আপত্তি নেই, তবে ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”

ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার জাহান জানান, “উভয় পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। ছেলে পক্ষ সময় চেয়েছে।” এদিকে, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup