সর্বশেষ

নাবালক উপদেষ্টাদের কারণে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে: নুর

Minor advisors have created cracks in national unity nur

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, নাবালক উপদেষ্টাদের কারণে দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুর আরও বলেন, দেশের স্বার্থবিরোধী কাজ বন্ধ না হলে ভবিষ্যতে আরও “পানির বোতল” তাদের জন্য অপেক্ষা করছে—এই মন্তব্যের মাধ্যমে তিনি জনরোষের ইঙ্গিত দেন।

নুরুল হক নুর বলেন, ‘জুলাই বিপ্লব’ কোনো ব্যক্তির একক অর্জন নয়। এই বিপ্লব এসেছে কৃষক, শ্রমিক, ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে। তিনি অভিযোগ করেন, সেই বিপ্লবের অর্জনকে ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী উপদেষ্টা ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের ফায়দা লুটছেন।

তিনি আরও জানান, আদালতের আদেশ অমান্য করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধা দেওয়ার জন্য সরাসরি দায়ী উপদেষ্টা আসিফ হোসেন। তার এ হস্তক্ষেপই বর্তমানে জাতীয় ঐক্যে বিভেদের পরিবেশ তৈরি করেছে।

নুর বলেন, এই ধরনের আচরণ ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিকে দুর্বল করে এবং দীর্ঘমেয়াদে তা জনগণের আস্থার ওপর প্রভাব ফেলতে পারে। তাই তিনি সবাইকে আহ্বান জানান, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup