সর্বশেষ

আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী

Fraudulent woman pretends to be a relative and steals everything from expatriate

চট্টগ্রামে এক রহস্যময়ী নারী আত্মীয় সেজে মার্কিন প্রবাসীর বাসায় ঢুকে সম্মোহিত করে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন। পুলিশ ধারণা করছে, এই অপরাধে ‘শয়তানের নিঃশ্বাস’ নামক একটি সম্মোহনী রাসায়নিক ব্যবহার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হালিশহর এলাকায় জোহরা বেগমের বাসায়। অভিযুক্ত নারী নিজেকে জোহরা বেগমের আমেরিকা প্রবাসী স্বামীর আত্মীয় পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করেন এবং কৌশলে তার নাকে একটি সন্দেহজনক পদার্থ প্রয়োগ করেন।

জোহরার নাতনী জানান, তারা আগন্তুককে আত্মীয় ভেবেছিলেন। রান্নাঘরে চা বানাতে গিয়ে ফিরে এসে তারা দেখেন ব্যাগ ও গয়না-টাকা উধাও।

পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সন্দেহভাজনের সন্ধানে অভিযান চালাচ্ছে। পুলিশের ধারণা, একই ধরনের প্রতারণা চক্র প্রবাসীদের পরিবারকে টার্গেট করে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।

‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন একটি মাদক, যা মানুষকে অচেতন করে অপরাধীদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এটি পাউডার বা তরল আকারে থাকে এবং নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। এর প্রভাব ১৫ মিনিট থেকে ৩ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup