সর্বশেষ

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব ঢাকা বিমানবন্দরে

IImpact of India-Pakistan counter-attacks on Dhaka airport

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় কিছুটা বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাত থেকে ঢাকাগামী তিনটি ফ্লাইটের মধ্যে দুটিকে ঘুরপথে পাঠানো হয়েছে এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন হয়েছে।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ছেড়ে আসার পর, ভোর সোয়া ৫টায় অবতরণের কথা থাকলেও, পাকিস্তানের আকাশসীমা নিরাপদ না হওয়ায় ওমানের মাসকাট বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইটটি দিল্লির পথ ধরে সকাল সোয়া ৯টায় ঢাকায় পৌঁছায়।

এছাড়াও, কুয়েত সিটি থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট উড্ডয়নের এক ঘণ্টা পর কুয়েতে ফিরে যায়। গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টার পরিবর্তে তিন ঘণ্টা দেরিতে দুপুর ৩টায় অবতরণ করে।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে। এদের মধ্যে তুরস্কগামী একটি ফ্লাইট ঢাকা বিমানবন্দর থেকে দেরিতে ছেড়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে ফ্লাইটগুলো বিকল্প পথে পরিচালনা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup