হেফাজতে ইসলাম বাংলাদেশ গত ৩ মে-র মহাসমাবেশে দুই বক্তার নারীর প্রতি আপত্তিকর শব্দ ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, হেফাজতে ইসলাম কোনো আপত্তিকর শব্দ সমর্থন করে না।হেফাজতের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের পাঠানো এক বিবৃতিতে সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দুঃখ প্রকাশ করেন।
আজিজুল হক বলেন, “আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে দুজন বক্তা আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, যা আমরা সমর্থন করি না। কেউ এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে যারা এতদিন ধরে আলেম-ওলামাদের ‘জঙ্গি’, ‘মৌলবাদী’, ‘ধর্মব্যবসায়ী’ ও ‘সাম্প্রদায়িক’ বলে কটাক্ষ করে এসেছেন, তাদেরকেও আমরা এ ধরনের আপত্তিকর শব্দ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, নারীর প্রতি তাদের কোনো ঘৃণা নেই। তাদের মতে, যারা মনে করেন মতাদর্শিক লড়াই মানেই নারীর প্রতি ঘৃণা, তারা মূর্খ। আজিজুল হক জানান, তারা চান আধুনিক ব্যবস্থায় এদেশের নারীকে ‘পণ্য’ বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন বন্ধ হোক।









