মালয়েশিয়ায় একটি পারমাণবিক নিরাপত্তা মহড়ার ফ্লাইপাস্ট চলাকালে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) জেলাং পাতাহ এলাকার মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) জেটির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জানা যায়, ফরাসি নির্মিত এয়ারবাস হেলিকপ্টারটি তানজুং কুপাং পুলিশ স্টেশন থেকে সকাল ৯টা ৫১ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পরেই সেটি নদীতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে পাঁচজন কর্মকর্তা ছিলেন, যাদের মধ্যে তিনজন পুলিশ এয়ার ইউনিটের সদস্য ও বাকি দুইজন তানজুং কুপাং থানার কর্মকর্তা। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও সবাই আহত হয়েছেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ‘মিতসাটম ২০২৫’ নামক বহুপাক্ষিক মহড়ার অংশ হিসেবে ফ্লাইপাস্টে অংশ নিচ্ছিল। এই যৌথ মহড়ায় মালয়েশিয়া ছাড়াও ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর অংশগ্রহণ করছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ চালিয়ে আহতদের জোহরের সুলতানা আমিনাহ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তায় রাখা হয়েছে।
আরও
মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।








