সর্বশেষ

২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত ৫০ জন বিদেশি নাগরিককে সাজা ভোগের পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের ২২ জন, ভিয়েতনামের ৯ জন, ইন্দোনেশিয়ার ৯ জন, পাকিস্তানের ৬ জন এবং ভারতের ও চীনের ২ জন করে নাগরিক রয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, সাজা শেষ হওয়ায় সংশ্লিষ্টদের মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআই) টার্মিনাল ১ ও ২ এবং সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

ফেরত পাঠানো এসব অভিবাসী মালয়েশিয়ার বিভিন্ন আইনের অধীনে দণ্ডপ্রাপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে দেশটির দণ্ডবিধি (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪) এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর বিভিন্ন ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছিল।

দণ্ডাদেশ শেষ হলেও এসব ব্যক্তিকে দেশটির আইন অনুযায়ী কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে তারা ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ পাবেন না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup