সর্বশেষ

বাংলাদেশের মেয়েদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে গুজব

বাংলাদেশের মেয়েদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে গুজব

বাংলাদেশের মেয়েদের বাজারে যাওয়ার বিষয়ে ফতোয়া জারি হয়েছে—এমন একটি ভিত্তিহীন তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। রোববার তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার এই গুজবের সত্যতা নিয়ে তাদের একটি প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গোপালগঞ্জ জেলার গওহরডাঙ্গায় মেয়েদের বাজারে যাওয়া নিষেধ করে কোনো ফতোয়া জারি হয়নি। কিন্তু বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন একটি ভিডিওর বরাতে এ ধরনের দাবি তোলেন। তাদের এই মন্তব্যের ওপর ভিত্তি করে ভারতের কয়েকটি গণমাধ্যম, যেমন আজতাক বাংলা, রিপাবলিক বাংলা, টিভি৯ বাংলা, জি ২৪ ঘণ্টা, ক্যালকাটা নিউজ, আর প্লাস এবং নিউজ এক্স ভুল তথ্য প্রচার করে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, বিতর্কিত ভিডিওটি গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম বার্ষিক মাহফিল উপলক্ষে তৈরি করা একটি মাইকিংয়ের অংশ। ভিডিওতে বলা হয়, মাহফিলে অস্থায়ী দোকানপাটে নারীদের কেনাকাটা না করার আহ্বান জানানো হয়েছে। তবে এটি বাজারে নারীদের প্রবেশের ওপর কোনো ফতোয়া নয়।

মাদরাসার ভেরিফায়েড ফেসবুক পেজে “৮৯তম বার্ষিক মাহফিলে দোকানদারদের উদ্দেশে বিশেষ ঘোষণা” শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে মাইকিংয়ে বলা হয়েছিল, “আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদের সুন্দরভাবে বুঝিয়ে ফিরিয়ে দেব এবং তাদের কাছে কিছু বিক্রি করব না।”

তথ্য যাচাইয়ে দেখা যায়, এটি ছিল একটি ধর্মীয় মাহফিলে নারীদের পৃথক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা। মাহফিলে নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশপথ এবং বসার স্থান বরাবরই প্রচলিত নিয়ম। এতে নারীদের বাজারে প্রবেশ নিষিদ্ধ করে কোনো ফতোয়া জারি করা হয়নি।

গওহরডাঙ্গা মাদরাসা থেকে এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে তারা পরিষ্কার করে জানায়, এ ধরনের আহ্বান শুধুমাত্র মাহফিলের অস্থায়ী দোকানগুলোর জন্য প্রযোজ্য ছিল, যা কোনোভাবেই বাংলাদেশে নারীদের বাজারে যাওয়া নিষিদ্ধ করার বিষয় নয়।

এ ঘটনায় ভারতীয় গণমাধ্যমগুলোর দায়িত্বহীন সংবাদ প্রচার প্রশ্নের মুখে পড়েছে এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রচারের দিকটি স্পষ্ট হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup