যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পরপরই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে। বাম ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির ফলে আগুন ধরে যাওয়ায় বিমানটিকে আকাশেই জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ২৭৫ যাত্রী ও ১৫ ক্রুসহ মোট ২৯০ জন নিরাপদে ফিরে আসতে সক্ষম হন বলে শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
মার্কিন পরিবহন সচিব শন ডাফি এবিসি নিউজকে জানান, ফ্লাইট ইউনাইটেড ৮০৩ দুপুর ১২টা ২০ মিনিটে উড্ডয়নের সময় হঠাৎ বাম ইঞ্জিনের কাভারের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং এর অংশবিশেষ রানওয়ের কাছেও ছড়িয়ে পড়ে। এতে পরিস্থিতি জটিল হলেও পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি নিয়ন্ত্রণে রাখেন।
এক ঘণ্টারও বেশি সময় উড্ডয়নের প্রস্তুতি নিয়ে টোকিওর দীর্ঘ ১৬ ঘণ্টার যাত্রার উদ্দেশ্যে বিমানটি আকাশে উঠেছিল। প্রায় ৫ হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর পর ইঞ্জিন বিকলের বিষয়টি নিশ্চিত হলে বিমানটি ভার্জিনিয়ার আকাশসীমায় অতি প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি ফেলে দিয়ে ঘুরে ডালসে ফেরার সিদ্ধান্ত নেয়।
আরও
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিমানটি সফলভাবে ডালস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় দমকলসহ সব জরুরি সেবা দল প্রস্তুত ছিল। সৌভাগ্যক্রমে যাত্রী বা ক্রু কেউ আহত হননি।
ইউনাইটেড এয়ারলাইন্স ঘটনাটি তদন্তের ঘোষণা দিয়েছে এবং ইঞ্জিন ত্রুটির কারণ শনাক্তে প্রকৌশল দল কাজ করছে। একইসঙ্গে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)ও পুরো ঘটনার বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।











