সর্বশেষ

ব্যস্ত মহাসড়কে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, ভিডিও ভাইরাল

4d0b85f30c0ac5d284027786f913d234 693914afc4b9e

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোকোয়া শহরে এক চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটি ছোট উড়োজাহাজ জরুরি অবতরণের চেষ্টাকালে চলন্ত একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে আই-১৯ মহাসড়কে ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা। আকাশ থেকে গাড়ির ওপর বিমান পড়ে যাওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই একে হলিউড অ্যাকশন মুভির দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন।

Biman ismail 01mjp

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল জানিয়েছে, উড়োজাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট বাধ্য হয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তার পরিকল্পনা ছিল মহাসড়কের পাশের খোলা জায়গায় অবতরণ করা। তবে ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় বিমানটি নির্ধারিত স্থানে পৌঁছাতে ব্যর্থ হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মহাসড়কে চলমান একটি টয়োটা ক্যাম্রির ওপর পড়ে।

দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। উড়োজাহাজটিতে ছিলেন ২৭ বছর বয়সী পাইলট ও আরও একজন যাত্রী। সংঘর্ষের পরপরই দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও বিমানের তিন আরোহীকেই স্থানীয় হাসপাতালে পাঠান।

হাইওয়ে পেট্রোল জানায়, গাড়িচালক নারী সামান্য আহত হলেও বিমানের পাইলট ও যাত্রী অক্ষত আছেন। তবে কী কারণে উড়োজাহাজটির ইঞ্জিন বিকল হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup