সর্বশেষ

ডিজিটাল আইডি চালু, ফোনে দেখানো যাবে পাসপোর্ট!

Digital ID launched, passport can be shown on phone!

আইফোন ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনল অ্যাপল। এবার থেকে মার্কিন পাসপোর্টের ডিজিটাল অনুলিপি অ্যাপল ওয়ালেটে সংরক্ষণ করা যাবে। নতুন এই ডিজিটাল আইডি সুবিধা চালুর ফলে যুক্তরাষ্ট্রের ২৫০টিরও বেশি বিমানবন্দরের টিএসএ (ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন) চেকপয়েন্টে অভ্যন্তরীণ ভ্রমণের সময় যাত্রীরা ডিজিটাল পরিচয় ব্যবহার করতে পারবেন।

আইওএস ২৬–এর অংশ হিসেবে এ সুবিধা যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য ও পুয়ের্তো রিকোতে প্রথম ধাপে চালু হয়েছে। তবে ডিজিটাল আইডি এখনো প্রচলিত পাসপোর্টের বিকল্প হিসেবে বিবেচিত নয়। আন্তর্জাতিক ভ্রমণ বা সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে কাগজের পাসপোর্ট বহন করাই বাধ্যতামূলক থাকছে।

ডিজিটাল পাসপোর্ট যোগ করার প্রক্রিয়া অত্যন্ত সহজ। অ্যাপল ওয়ালেটের ‘অ্যাড’ অপশনে গিয়ে ডিজিটাল আইডি নির্বাচন করলেই সেটআপ শুরু হয়। এরপর আইফোন দিয়ে পাসপোর্টের ছবিযুক্ত পাতা এবং পেছনের এমবেডেড চিপ স্ক্যান করতে হয়। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীকে সেলফি তুলতে হয় এবং নির্দিষ্ট মুখাভঙ্গি ও মাথার নড়াচড়া রেকর্ড করতে হয়।

অ্যাপল ওয়ালেটে আগে থেকেই পেমেন্ট কার্ড, টিকিট ও পাস সংরক্ষণের সুবিধা ছিল। এবার সরকারি পরিচয়পত্রও যুক্ত হওয়ায় অ্যাপল ওয়ালেট হয়ে উঠছে পূর্ণাঙ্গ ডিজিটাল পরিচয় ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। টিএসএ চেকপয়েন্টে ডিজিটাল আইডি দেখানোর প্রক্রিয়াটিও অ্যাপল পে-এর মতো — শুধু ডিভাইসে দুইবার বাটন চাপলেই আইডি প্রদর্শিত হয় এবং ফেস আইডি বা টাচ আইডি দিয়ে যাচাই সম্পন্ন হয়।
ফিচারটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি। সব বিমানবন্দরে প্রয়োজনীয় স্ক্যানার বসানো না থাকায় এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। টিএসএ জানিয়েছে, যাত্রীদের এখনো প্রচলিত পরিচয়পত্র সঙ্গে রাখাই বাধ্যতামূলক। ভবিষ্যতে বয়স যাচাই, হোটেলে প্রবেশ বা অনলাইনে বয়স–নিয়ন্ত্রিত পণ্য ক্রয়ের ক্ষেত্রেও ডিজিটাল আইডি ব্যবহারের সুযোগ বাড়ানো হবে।

অ্যাপলের দাবি, এই ডিজিটাল আইডি ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তা সম্পূর্ণ রক্ষা করবে। কোথায় বা কখন আইডি ব্যবহার করা হয়েছে—এই তথ্য কেউ দেখতে পারবে না, এবং ফোন কারও হাতে তুলে দিতে হবে না। ফলে প্রক্রিয়াটি নিরাপদ, সহজ ও ঝামেলাহীন হবে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup