সর্বশেষ

মহাসড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার (ভিডিও)

Helicopter crashes on highway

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মেডিকেল হেলিকপ্টার মহাসড়কের ওপর বিধ্বস্ত হয়ে চালকসহ তিনজন ক্রু গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে কোনো রোগী ছিলেন না।

স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, আমেরিকান মেডিকেল পরিষেবা প্রদানকারী সংস্থা ‘রিচ’-এর হেলিকপ্টারটিতে একজন চালক, একজন ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক ছিলেন। দুর্ঘটনার পর পথচারীরাই প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং দুজনকে ভেতর থেকে বের করে আনেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তৃতীয়জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। আহত তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।


এই দুর্ঘটনার কারণে মহাসড়কে চলাচলকারী অন্য কোনো যানবাহন বা ব্যক্তির ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যৌথভাবে তদন্ত শুরু করেছে। ‘রিচ’ কর্তৃপক্ষ তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup