সর্বশেষ

যোগ্য স্বামী পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন নারীর

Women advertise on billboards to find a suitable husband

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান মাতেও শহরের বাসিন্দা লিসা ক্যাটালানো সম্প্রতি অদ্ভুত এক উপায়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। ৪২ বছর বয়সী এই নারী নিজের জন্য যোগ্য স্বামী খুঁজতে ছয়টি বিশাল বিলবোর্ডে নিজের ছবি ও বার্তা ঝুলিয়ে দেন। হাইওয়ে ১০১–এর পাশে স্থাপিত এসব বিলবোর্ডে তিনি জীবনের সঙ্গী চাওয়ার ঘোষণা দেন। কয়েক সপ্তাহ আগেও একাকীত্ব, হতাশা ও ক্লান্তি নিয়ে দিন কাটলেও এখন তার জীবন বদলে গেছে।

লিসার এই সাহসী উদ্যোগে সাড়া মেলে ব্যাপক। দুই হাজার দুই শতাধিক মানুষ তার সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ উপহাস করছেন, আবার কেউ আগ্রহ দেখাচ্ছেন ব্যক্তিগত সম্পর্কে। তবুও তিনি জানান, প্রাপ্ত বার্তাগুলোর অন্তত অর্ধেকই ইতিবাচক। অনেক নারীই তাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন, যারা একই একাকীত্ব ও হতাশার অভিজ্ঞতা পেরিয়েছেন।

লিসা জানান, আত্মবিশ্বাস হারিয়ে ডেটিং অ্যাপে যুক্ত হয়েছিলেন, কিন্তু সেখানে বারবার হতাশা জাগানো অভিজ্ঞতা হয়। অবশেষে তিনি নিজের ডেটিং ওয়েবসাইট “ম্যারিলিসা ডটকম” চালু করেন। ওয়েবসাইটটির প্রচারের জন্যই পরবর্তীতে বিলবোর্ড ঝুলিয়ে দেন। তিনি বলেন, “খারাপ মন্তব্যের জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু যে পরিমাণ ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, তা কল্পনাতেও ছিল না।”

তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। পিপল ম্যাগাজিন ও নিউইয়র্ক পোস্টসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটটিতে মাত্র নয় দিনে প্রায় দশ লাখ দর্শক প্রবেশ করেছেন।

তবে লিসা জানিয়েছেন, তিনি খ্যাতি চান না, বরং শুধু নিজের উপযুক্ত মানুষটিকে খুঁজে পেতে চান। ২০২৩ সালের বড়দিনের ঠিক আগে দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে একাকীত্বে ভুগছিলেন তিনি। সেই শূন্যতা পূরণেই হয়তো এ উদ্যোগ—যা এখন এক সাহসী ভালোবাসার খোঁজে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup