যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে কানকুনগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্বাভাবিক ঘটনায় চার ঘণ্টা বিলম্ব হয়। বিমানের সামনের দিকের বাথরুমে এক যাত্রী গাঁজা সেবন করলে ধোঁয়ার প্রভাবে পাইলটের ড্রাগ টেস্ট পজিটিভ হওয়ার আশঙ্কা দেখা দেয়। পেশাগত জীবনে ঝুঁকি এড়াতে তিনি ফ্লাইট পরিচালনায় অস্বীকৃতি জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুরুতে বিমানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে কেবিন ক্রুরা গাঁজা সেবনকারী যাত্রীকে শনাক্ত করে নামিয়ে দেন। তবে ধোঁয়া অন্য যাত্রী ও ক্রুদের ওপর প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।
ঘটনার জেরে পাইলট ও কিছু ক্রু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে যাত্রীদের বিমান থেকে নামিয়ে অপেক্ষায় রাখা হয়। সকাল ৮টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি যাত্রা শুরু করে।
আরও
ফ্লাইট বিলম্বের কারণে ইউনাইটেড এয়ারলাইনস যাত্রীদের জন্য ১৫ ডলারের খাবারের ভাউচার ও স্ন্যাক কার্ড সরবরাহ করে। বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, উন্মুক্ত ও ভেন্টিলেটেড পরিবেশে গাঁজার ধোঁয়া থেকে ড্রাগ টেস্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে পাইলটদের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি থাকায় এই আশঙ্কাও গুরুতর বিবেচিত হয়।











