সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন ৩ বাংলাদেশির মৃত্যু

3 bangladeshis die while undergoing treatment in south africa

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের উইটব্যাংকের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মরহুমের ভাতিজা কামাল উদ্দিন জানান, তার চাচা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত সপ্তাহে জ্বর ও ডায়াবেটিসের কারণে অবস্থার অবনতি হলে শনিবার বিকালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ নভেম্বর সন্ধ্যা ৮টার দিকে তিনি মারা যান।

আজিজুর রহমান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বদনা ইউনিয়নের গজারিয়া গ্রামের রমজান আলী বেপারীর ছেলে। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। দেশে তার স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছেন। তার জানাজা রবিবার সকাল ১১টায় জোহানেসবার্গের লানেসিয়া এলাকায় সম্পন্ন হয়। মৃতদেহ আগামী দিনে দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এছাড়া, নর্দান কেপ প্রদেশের হার্টসওয়াটার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি যুবক আজহারুল ইসলাম মারা গেছেন। শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। তিনি ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকার বাসিন্দা।

এরপর, ব্লুমফন্টিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মিলন নামের এক বাংলাদেশিও মৃত্যুবরণ করেন। স্থানীয় বাংলাদেশি সবুজ জানান, মিলন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মিলন ফেনী জেলার সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

তিন প্রবাসীর মৃত্যুর ঘটনায় স্থানীয় কমিউনিটি শোক ও দুঃখ প্রকাশ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup